হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা?
আমি এস, এম, এন, জামান এবং পেশায় একজন ডিজিটাল মার্কেটার।

SMN Zaman
বিগত ১০ বছরের অধিক সময় ধরে আমি অনলাইনে সফলতার সাথে কাজ করছি।
এই দীর্ঘ সময়ের যাত্রায় অনেক উত্থান-পতন হয়েছে এবং জেনেছি যে ডিজিটাল মার্কেটিং কাজে লাগিয়ে কিভাবে কোন কাজটি করে খুব দ্রুত ব্যবসার প্রসার ঘটানো সম্ভব হয়।
মূলত আমি ফ্রিল্যান্সিং দিয়ে আমার অনলাইন ক্যারিয়ার শুরু করি এবং এরপর একে একে ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, এডসেন্স ও ইউটিউবিং নিয়ে কাজ করি।
ধীরে ধীরে অনেক ফিল্ডে কাজ করবার কারণে একটা জিনিস খুব ভালভাবে হয়েছে আর তা হল এই যে আমি ডিজিটাল মার্কেটিং টা একেবারে নখদর্পণে শিখতে সমর্থ হয়েছি।
অনেক অনেক কাজ করেছি ও করছি আর পরিচিত হয়েছি অগনিত মানুষের সাথে, পেয়েছি অনেকের ভালবাসাও।
প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখছি আর তা শেখাচ্ছি অনলাইন বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন জিনিস শেখা ও শেখানো হয়ে গেছে আমার নেশা।
আশা করি আমার এই যাত্রায় আপনারা সঙ্গী হবেন।
Yes, consider subscribing to my email 📧 list in order to get my regular digital marketing tips directly in your email.
Your success rate will be 10X quicker for sure.
Contact me if you need my help.
Wish you all the best.