খুলনা বিভাগ হল আমাদের দেশের ৩য় বড় শহর। তো আজ আমি খুলনা বিভাগের মানচিত্র তুলে ধরবো আপনাদের সামনে।
খুলনা বিভাগের মানচিত্র
আপনারা জানেন যে খুলনাকে শিল্প নগরীর শহর বলা হয়। ১৯৬০ সালে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়। যদিও দেশ ভাগের পর ১৯৪৭ সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানে শুধুমাত্র রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ গঠিত হয়েছিল। কিন্তু পরে ১৯৬০ সালে কুষ্টিয়া, যশোর, খুলনা ও বাখেরগঞ্জ মিলে খুলনা বিভাগ গঠিত হয়। আস্তে আস্তে খুলনা বিভাগ আরো বড় হয়েছে। এখন মোট ১০ টি জেলা ও ৫৯ টি উপজেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত।
১০ টি জেলা হলঃ
১। কুষ্টিয়া
২। খুলনা
৩। চুয়াডাঙ্গা
৪। ঝিনাইদহ
৫। নড়াইল
৬। বাগেরহাট
৭। মাগুরা
৮। মেহেরপুর
৯। যশোর
১০। সাতক্ষীরা
কুষ্টিয়ায় ৬ টি, খুলনায় ৯ টি, বাগেরহাটে ৯ টি, সাতক্ষীরায় ৭ টি, যশোরে ৮ টি, নড়াইলে ৩ টি, মাগুরায় ৪ টি, ঝিনাইদাহে ৬ টি, চুয়াডাঙ্গায় ৪ টি ও মেহেরপুরে ৩ টি উপজেলা মিলে মোট ৫৯ টি উপজেলা নিয়ে গঠিত এই খুলনা বিভাগ।
নিচে এই সকল উপজেলার নাম উল্লেখ করা হলঃ
- কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলা হলঃ
১। কুষ্টিয়া সদর
২। কুমারখালী
৩। খোকসা
৪। মিরপুর
৫। ভেড়ামারা
৬। দৌলতপুর
- খুলনা জেলার ৯ টি উপজেলা হলঃ
১। রূপসা
২। তেরখাদা
৩। দিঘলিয়া
৪। ফুলতলা
৫। ডুমুরিয়া
৬। বটিয়াঘাটা
৭। দাকোপ
৮। পাইকগাছা
৯। কয়রা
- বাগেরহাট জেলার ৯ টি উপজেলা হলঃ
১। বাগেরহাট সদর
২। ফকিরহাট
৩। মোল্লাহাট
৪। চিতলমারী
৫। কচুয়া
৬। মোড়লগঞ্জ
৭। শরণখোলা
৮। রামপাল
৯। মোংলা
- সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলা হলঃ
১। সাতক্ষীরা সদর
২। কলারোয়া
৩। তালা
৪। আশাশুনি
৫। দেবহাটা
৬। কালিগঞ্জ
৭। শ্যামনগর
- যশোর জেলার ৮ টি উপজেলা হলঃ
১। যশোর সদর
২। বাঘারপাড়া
৩। অভয়নগর
৪। মনিরামপুর
৫। কেশবপুর
৬। ঝিকরগাছা
৭। শর্শা
৮। চৌগাছা
- নড়াইল জেলার ৩ টি উপজেলা হলঃ
১। নড়াইল সদর
২। লোহাগড়া
৩। কালিয়া
- মাগুরা জেলার ৪ টি উপজেলা হলঃ
১। মাগুরা সদর
২। মহম্মদপুর
৩। শালিখা
৪। শ্রীপুর
- ঝিনাইদাহ জেলার ৬ টি উপজেলা হলঃ
১। ঝিনাইদহ সদর
২। শৈলকুপা
৩। হরিণাকুন্ডু
৪। কালীগঞ্জ
৫। কোটচাঁদপুর
৬। মহেশপুর
- চুয়াডাঙ্গা জেলার ৪ টি উপজেলা হলঃ
১। চুয়াডাঙ্গা সদর
২। আলমডাঙ্গা
৩। দামুড়হুদা
৪। জীবননগর
- মেহেরপুর জেলার ৩ টি উপজেলা হলঃ
১। মেহেরপুর সদর
২। গাংনী
৩। মুজিবনগর
খুলনা বিভাগের দক্ষিণে রয়েছে সারা বিশ্বে পরিচিত বিখ্যাত সুন্দরবর। যা ম্যানগ্রোভ বন নামে পরিচিত। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় খুলনাকে। খুলনার দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। খুলনা বিভাগের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। উত্তরে রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা ও বরিশাল রয়েছে খুলনা বিভাগের পূর্বে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত খুলনা বিভাগ। ঢাকা ও চট্টগ্রামের পরেই খুলনা বিভাগ হল সবচেয়ে বড় বিভাগ। এর আয়তন ২২ হাজার ২ শত ৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ৫৫ লক্ষ ৬৩ হাজার।
খুলনা রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত। আমাদের দেশের প্রাচীন নদী বন্দর গুলোর মধ্যে খুলনা বন্দর অন্যতম। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হলো মোংলা সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দর খুলনা বিভাগেই অবস্থিত।