Homeএকান্তই আমার কথা ১ একান্তই আমার কথা ১ কোন কিছু শুরু করার আগে খুবই মজা লাগে… অতঃপর তা শুরু করার পর কঠিন বাস্তবতা দেখে প্রচন্ড ভয় লাগে। Quit না করে কষ্ট করে এগিয়ে গেলে একসময় ব্যাপক আনন্দ লাগে। জীবনে যে কাজেই নামেন না কেন এই প্রসেসটি মেনে নিতেই হবে একান্তই আমার কথা Share WhatsApp Tweet Share